কাউসারের কবুতর খামার

দেশি-বিদেশি ৫০ প্রজাতির পায়রা নিয়ে সাভারের কাকাবর গ্রামে গড়ে ওঠেছে একটি খামার। একসময় ব্রিটেন যাওয়ার স্বপ্নে বিভোর এই খামারের মালিক কাউসার হোসেন দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হলেও পায়রার খামার তাকে করে তুলেছে স্বাবলম্বী। ব্রিটেন যাওয়ার স্বপ্ন ভেঙে হতাশ কাউসার এখন পায়রার খামার নিয়েই সন্তুষ্ট। শান্তির প্রতীক হিসেবে পরিচিত পায়রা সাধারণ মানুষের কাছে 'কবুতর' নামেই অধিক পরিচিত। স্থানীয়ভাবে কাউসারের এই খামারটি 'কবুতর খামার' নামেই সমধিক পরিচিত। জানা গেছে, সাভারের কাকাবর গ্রামের কাউসার হোসেনের জীবন বদলে গেছে। অভাব দূর হয়ে সংসারে এসেছে সচ্ছলতা। কবুতরের খামার করে তিনি আজ স্বাবলম্বী। ১৯৯৭ সালে পাঁচ কাঠা জমি ভাড়া নিয়ে ২০টি কবুতর দিয়ে খামারের যাত্রা শুরু করেন। কুমিল্লা জেলার মুরাদনগর থানার আবু তাহের সরকারের পুত্র কাউসারের ছোটবেলা থেকে ছিল কবুতর পালার শখ। লেখাপড়ার পাশাপাশি বাড়িতে কবুতর পালন করছিলেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভতি হয়ে সবোচ্র্চ ডিগ্রি লাভ করার পর পিতার কয়েক একর জমি বিক্রি করে বিদেশ যাওয়ার চেষ্টা করেন কাউসার। কিন্তু আদম বেপারির খপ্পরে পড়ে বিদেশে যাওয়া হয়নি তার। তার স্বপ্ন ছিল কবুতর পালন করা। শেষ পর্যন্ত সংসারের কথা চিন্তা করে ছোটবেলার থেকে শখের কবুতর পালনের কথা মাথায় রেখে ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবর গ্রামের আক্কাস আলী মাদবরের পাঁচ কাঠা জমি ভাড়া নিয়ে গড়ে তুলেন ব্যতিক্রমধর্মী 'কবুতর খামার'। পোলট্রি ফার্মের খাঁচার মতো করে শেড তৈরি করে তার এই খামার অত্র এলাকায় ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। কবুতরের খামার বললেই যে কেউ বুঝে নেয় কাউসারের কথা বলা হচ্ছে। দীর্ঘ চৌদ্দ বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছেন এই শখের কবুতরের খামার। এই খামারই বদলে দিয়েছে কাউসারের জীবনের গতিপথ। এখন আর তাকে পিছনে ফিরে তাকাতে হয় না। পরিবার-পরিজন নিয়ে সুখেই কাটছে কাউসারের সংসার। প্রায় ৫০ প্রজাতির দেশি-বিদেশি বিভিন্ন জাতের কবুতর রয়েছে এ খামারে । কাউসারের দাবি, তার এই খামার পরিদর্শন করতে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের লোকজন আসেন। এ খামারে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, হল্যান্ড, বেলজিয়াম, আমেরিকা, দুবাই, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়াসহ ৪০ থেকে ৫০টি দেশের মোট ৭০০ কবুতর রয়েছে। এই কবুতরগুলোর নাম খুবই মজার মজার। যেমন গ্রিভার্স, ক্রোয়েশিয়া, বুলেট স্টার, বুলেট টিমার, রং স্টারলাক, সেলুন, ম্যাগপাই পটার, করমুনা, মুরহেট, আটএভেল, ডাপেল সুরমা, মালটেক্স, হাঙ্গেরি, হলুদ বুখারা, সাদা বুখারা, দ্যামফেলহুমা, হাইটেরিয়াদুপাসহ বিভিন্ন জাতের কবুতর রয়েছে এই খামারে। একেক জাতের কবুতর একেক ধরনের দাম। বিশেষ করে ক্রোয়েশিয়া প্রতি জোড়া এক লাখ পঞ্চাশ হাজার টাকা। কেননা প্রেমের চিঠি আদান-প্রদান এ কবুতরের বিশেষ বৈশিষ্ট্য। এছাড়া হলুদ বুখারা প্রতি জোড়া এক লাখ টাকা। তার এই খামারে সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা মূল্যের কবুতর রয়েছে। এই খামারে প্রতি মাসে খরচ হয় ত্রিশ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে মাসে তার আয় হয় তিন থেকে চার লাখ টাকা।

-নাজমূল হুদা, সাভার
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. আমি যদি সংগ্রহ করতে পারি তাহলে দিবো।

    ReplyDelete