ভার্মি কম্পোষ্ট সার যেভাবে তৈরী করা হয় ছাদে বাগানে ব্যবহারের জন্য সহজ এবং উত্তম জৈব সার হছে এই ভার্মি কম্পোষ্ট । ভার্মি কম্পোষ্ট ব্যবহারে ফসলের উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পায় । রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকেরও কম করতে হয় । ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার একটি সম্পূর্ণ জৈব সার । এই সার মাটির স্বাস্থ্য ভাল করে ও মাটিকে উর্বর করে তুলে । ফসলের বর্ণ, গন্ধ, স্বাদ ও অন্যান্য গুণগতমান উন্নয়নে সহায়তা করে । কেঁচো সার ব্যবহারে ফসলের উৎপাদন খরচ অনেক কম হয় । এই সারে জৈব পদার্থ, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ম্যাগনেশিয়াম, বোরণসহ অসংখ্য গুণ থাকায় রাসায়নিক সার ব্যবহারের তেমন কোন প্রয়োজন হয় না । ভার্মি কম্পোষ্ট ব্যবহারে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় । ভার্মি কম্পোষ্টে গাছের অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি এনজাইম ও হরমোন আছে যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতসব গুণের অধিকারী এই সারটি কিভাবে ব্যবহার করবেন তা জেনে নিন নিচের লেখা থেকেঃ গাছ লাগানোর পূর্বেই মাটি প্রস্তুত করার সময় একটি ২০ ইঞ্চি টবের ক্ষেত্রে অন্যান্য সারের সাথে ৪০০ গ্রাম ভার্মি কম্পোষ্ট সার মিশান । অন্যান্য সারের পরিমান জেনে নিন এখান থেকে । ১৫ দিন পর চার গাছ লাগান । গাছ লাগানোর ৪/৫ মাস পর থেকে গাছ প্রতি ২০০ গ্রাম ভার্মি কম্পোষ্ট সার ২ মাস অন্তর অন্তর গাছের গোড়ায় মাটি খুচিয়ে প্রয়োগ করুণ ।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment