সেরা ১০ আইটি সার্টিফিকেশন

চাকরিতেআইটি সার্টিফিকেশনের অনেক প্রয়োজনীয়তা আছে, এসবের মূল্যায়নও যথাযথই হয়৷ এসবেরগুরুত্ব অপরিসীম, চাকরির প্রমোশনে জব এনরিচমেন্টে আইটি সার্টিফিকেশনের বিকল্পনেই৷ তবে এসব আইটিসার্টিফিকেশন নিয়ে বিরক্তের শেষনেই- একেক পক্ষ একেবিষয়াবলীকে গুরুত্ব দেয় অন্য পক্ষতা আবার দেয় না৷এসবের যথার্থ তালিকা নিরূপণকরা নিয়ে মতানৈক্য রয়েছে৷বর্তমান সময়ে দশটি আইটিসার্টিফিকেশন সকল বিতর্কের উধের্ক্ষথেকে সর্বশ্রেষ্ঠের তালিকায় রয়েছে সেগুলো হলো-

. এমসিআইটিপি : এই নতুন প্রজন্মের'মাইক্রোসফট সার্টিফাইড আইটি প্রফেশনাল ক্রিডেনশিয়াল'-যা হচ্ছে বর্তমানেমাইক্রোসফটের সবচেয়ে বড় প্রমাণপত্র এটি সব ধরনেরআইটি প্রফেশনালদের জন্য কার্যকরী বাস্তবিক৷ চাকরির সাথে সামঞ্জস্যপূর্ণ, এতে বিভিন্ন স্তরে পরীক্ষার মাধ্যমেপাস করে প্রমাণপত্রনিতে হবে৷ ডাটাবেজ ডেভেলপার, ডাটাবেজ এডমিনিস্ট্রেটর এন্টারপ্রাইজ মেসেজিং এডমিনিস্ট্রেটর, সার্ভার নিয়ন্ত্রক সবার জন্যই এটিপ্রযোজ্য৷

. এমসিটিএস : মাইক্রোসফট সার্টিফাইড টেকনোলজি স্পেশালিস্ট বা এমসিটিএস-আইটিস্টাফদের জন্য, বিশেষত ইনস্টলিং, রক্ষণাবেক্ষণ ট্রাবলশুটিং খুবই উপকারী৷ সুনির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞদের জন্য এটি নকশাকরা হয়েছে যেমন এসকিউএলসার্ভার বিজনেস ইন্টিলিজেন্স, ডাটাবেজতৈরি, এসকিউএল সার্ভার রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণে এটিঅত্যাবশ্যকীয়৷

. সিকিউরিটি পস্নাস : কম্পিউটার সিকিউরিটি পস্নাস মূলত সিকিউরিটিপ্রফেশনালদের জন্য ডিজাইনকৃত৷ এখানেনিরাপত্তা ক্ষেত্রে সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান না করাগেলেও সময়োপযোগী শিক্ষার ব্যবস্থা করা হয়েছে৷ যারমধ্যে রয়েছে সিস্টেম সিকিউরিটি, নেটওয়ার্ক অবকাঠামো, একসেস নিয়ন্ত্রণ, অডিটিংএবং অর্গানাইজেশনাল সিকিউরিটি বিষয়াবলী৷

. এমসিপিডি : মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল ক্রিডেনশিয়াল মূলত ডেভেলপারের দক্ষতা, যোগ্যতা গ্রহণযোগ্যতা বৃদ্ধিরজন্য তিনসত্মরের সাজানো নতুন প্রজন্মেরসার্টিফিকেট৷ কোর্সে ডেভেলপারেরসফটওয়্যার সংক্রান সমস্যার সমাধান সফটওয়্যারতৈরির ক্ষমতা যাচাই আধুনিকায়ন করা হয় যাতেভিজু্যয়াল স্টুডিও ২০০৮ এবং মাইক্রোসফটডট নেট ফ্রেমওয়ার্ক . যথাযথ ব্যবহারেপারদর্শী হয়৷ এতে মূলতব্যবসায়িক কার্যাদি সম্পাদনের জন্য প্রয়োজনীয় জ্ঞানদেয়া হয় আইটি কর্মকর্তাদের৷

. সিসিএনএ : সিসকো সার্টিফাইড ইন্টারনেটওয়ার্ক এঙ্পার্ট বা সিসিআইই যদিওসিসকোর সব গৌরবের অংশীদার- তবে নতুন এই সিসকোসার্টিফাইড নেটওয়ার্ক এসোসিয়েট বা সিসিএনএ পূর্বেরসকলের চেয়ে ভাল৷ সিসিআইইএর চেয়ে এটি বেশিআধুনিক সময়োপযোগী৷ সিসিএনএটেকনো বিশেষজ্ঞদের নেটওয়ার্ক স্কিল উন্নয়নে সর্বাধিকসহায়তা সহ সর্বশেষ প্রযুক্তিরনেটওয়ার্ক জ্ঞান প্রদান করবে৷

. পস্নাস : বর্তমানেএকসাথে হার্ডওয়্যার সাপোর্ট স্কিলসম্পন্ন আইটি এঙ্পার্ট পাওয়ামুশকিল৷ বিষয়ে সম্যকজ্ঞান নিতে দরকার এপস্নাসসমন্নয় আইটি এঙ্পার্ট৷ বর্তমানেসাপোর্ট বিশেষজ্ঞদের প্রয়োজনীয়তার শেষ নেই৷ তাইডেস্কটপ ইন্সটলেশন, সমস্যা নির্ধারণ নিরূপণ, প্রতিরোধমূলক ব্যবস্থাপনা, পিসি বা নেটওয়ার্কঝামেলার সমাধা সহ বিভিন্নমৌলিক সমস্যার সমাধান + প্রফেশনালদেরবিকল্প নেই৷

০৭. পিএমপি : প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বা পিএমআই এরসবচেয়ে ভাল সার্টিফিকেশন হলোপ্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন৷ যা প্রজেক্ট ম্যানেজমেন্টপ্রফেশনালদের জন্য খুবই উপকারী৷ সার্টিফিকেশনে প্রজেক্ট ম্যানেজমেন্ট এঙ্পার্টদের দক্ষতার যাচাই সহ পস্ন্যানকরা, নির্বাহী বাজেট টেকনোপ্রজেক্ট পরিচালনা করার ব্যাপারে বাসত্মবসম্মত জ্ঞান দিয়ে পরীক্ষারমাধ্যমে তা যাচাই করাহয়৷ ফলে তা খুবইতাত্পর্যপূর্ণ তাই এই সার্টিফিকেশনপ্রজেক্ট ম্যানেজমেন্ট সেক্টরে সর্বাধিক স্বীকৃত প্রমাণ দলিল৷

. এমসিএসই/এমসিএসএ : মাইক্রোসফটের এই সার্টিফিকেশন উইন্ডোজপস্নাটফর্মে কাজ করার জন্যদরকারী৷ তাছাড়া সর্বক্ষেত্রের কিছুবিশেষ ধারণা এই সার্টিফিকেশনথেকে নেয়া যায়৷ মূলতউইন্ডোজ উইন্ডোজ সার্ভারযাবত পস্নাটফর্মের উপর সম্যক জ্ঞানদেয়া সহ প্রাথমিক আরওঅনেক বিষয় এর আওতাভূক্ত৷

. সিআইএসএসপি : সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল মূলত সিকিউরিটি এঙ্পার্টদেরডিজাইনকৃত৷ এটি আনর্জাতিক ভাবেস্বীকৃত সিকিউরিটি সার্টিফিকেট যেখানে অপারেশন নেটওয়ার্ক ফিজিক্যাল সিকিউরিটির পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, লিগ্যালবিষয়াদি নিরাপত্তা সম্পর্কিতঅন্যান্য বিষয়ে সম্যক বাসত্মবজ্ঞান দেয়া হয়৷

১০. লিনাঙ্ পস্নাস : লিনাঙ্বিষয়ে আরও আপটুডেট জানতেলিনাঙ্ পস্নাস এর বিকল্পনেই৷ রেডহাট, এসইউএসই বা উবুনটু সিস্টেমনিয়ে যারা কাজ করেনতাদের জন্য এটা উপকারী৷

কথা সত্য যে দশটি সার্টিফিকেট সবচেয়েআধুনিক যা প্রয়োজনীয় হিসেবেগণ্য করা হলেও এগুলোইসর্বাধিক সর্বশ্রেষ্ঠ থাকবেতা বলা মুশকিল৷ কেননা, এগুলোর পাশাপাশি এইচআইপিএএ বা সারবেনস্ এঙ্েেল(এসওএঙ্) সহ ভিওআইপি পিসি প্রস্তুতকারীদের সার্টিফিকেশনও অত্যন প্রয়োজনীয় তাত্পর্যপূর্ণ


আশরাফসিদ্দিকী বিটু
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment