ফ্যাশন ডিজাইনে ক্যারিয়ার


পোশাক শিল্পে সবচেয়ে চাহিদাসম্পন্ন, উচ্চ আয়ের এবং যুগোপযোগী পেশা হলোÑ বায়িং বা গার্মেন্টস মার্চেন্ডাইজিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিং প্রভৃতি। গার্মেন্টস পরিচালনার জন্য দক্ষ পেশাদারের প্রয়োজন। আর এসব পেশাদার শ্রেণীর চাহিদা মেটাতে অনেক সময় দেশ ছাড়াও দেশের বাইরে থেকে দক্ষতাসম্পন্নদের আনা হয়। তবে এ জন্য শিক্ষার্থীদের উচ্চতর প্রশিক্ষণ ও ডিগ্রি থাকা প্রয়োজন। শুধু চাকরি নয়, এসব ক্ষেত্রে প্রশিক্ষণ নিয়ে অনেকে ব্যবসায় প্রতিষ্ঠানও গড়ে তোলেন। কাজেই কারো যদি এসব বিষয়ে প্রফেশনাল ডিগ্রি ও প্রশিক্ষণ থাকে তাহলে তিনি শুরুতেই আকর্ষণীয় বেতনে যেকোনো পোশাক শিল্পে চাকরি পাবেন।
কোর্সসমূহ : ফ্যাশন ডিজাইনে রয়েছে ছয় মাস থেকে এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স; অন্য দিকে উচ্চ ডিগ্রির ক্ষেত্রে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি; অ্যাপারেল ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি; নিটওয়্যার ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজির ওপর অনার্স কোর্স এবং এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং প্রভৃতি । এসএসসি, এইচএসসি পরীক্ষায় পাসের পর যেকোনো বয়সের শিক্ষার্থীরা এসব কোর্সে ভর্তি হতে পারবেন।
পড়ালেখার খরচ : গতানুগতিক বিষয়ে পড়ালেখা করে চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরে শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়। সেদিক দিয়ে শিক্ষার্থীরা সাধারণ ডিগ্রির চেয়ে কম সময়ে সেশনজট ছাড়া ফ্যাশন ও গার্মেন্টস টেকনোলজিতে বিএসসি অনার্স, এমবিএ ডিগ্রিতে ভর্তি হতে পারেন। এসব ডিগ্রি অর্জনকারীরা শিক্ষারত অবস্থায় চাকরি করে আয় করতে পারেন। কাজেই নিজের আয় থেকেই শিক্ষার্থীরা শিক্ষার ব্যয় চালাতে পারেন।
চাকরির সুযোগ : সরকারের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশী-বিদেশী টেক্সটাইল মিল, বিভিন্ন বায়িং অফিস, বুটিক হাউজ, ফ্যাশন হাউজ,গার্মেন্টস শিল্প ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ রয়েছে।
কোথায় পড়বেন : দেশে যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এসব বিষয়ে ডিগ্রি প্রদান করছে; এর মধ্যে অন্যতম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি। আধুনিক ক্যাম্পাস, দক্ষ ফ্যাকাল্টি, উন্নত পরিচালনা পর্ষদসহ সব সুবিধা রয়েছে এনআইএফটিতে। এখান থেকে পাসকৃত ছাত্রছাত্রীদের চাকরির বাজারে চাহিদা রয়েছে। এখানকার প্রত্যেক শিক্ষকই দক্ষ ও অভিজ্ঞ, যারা সার্বক্ষণিক শিক্ষাকার্যক্রম মনিটরিং করেন। অন্যদিকে ক্লাস টিচার, অফিস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বুঝতে চেষ্টা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন। কর্তৃপক্ষ পাঠ কারিকুলাম, পাঠদান পদ্ধতির ক্ষেত্রে দেশ-বিদেশের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুসরণ করে থাকে। এনআইএফটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফেকচারিং, বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন টেকনোলজি, নিটওয়্যার ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং বিষয়সমূহে ডিগ্রি প্রদান করছে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি গার্মেন্টস ডিজাইন কোর্সে ভর্তি চলছে। চাকরিজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের বিশেষ ব্যবস্থা। যোগাযোগ : ১৪৬, ওয়্যারলেস গেট, মহাখালী, ঢাকা। ফোন : ৮১৮৯৬৩৭-৮, ০১৭৩১২২০০৯৯, ০১৯৭১০০৯৯৯
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment