বেকার যুবক উজ্জল এখন স্বাবলম্বী স্ট্রবেরি চাষ করে

নওগাঁয়স্ট্রবিরি চাষ করে সফলতাঅর্জন করেছেন এক শিক্ষিতবেকার যুবক সালাউদ্দিন উজ্জল তাইসরকারি বা বেসরকারি চাকরিরপ্রত্যাশা করেন না তিনি স্ট্রবেরিআর সঙ্গে অস্ট্রেলিয়ান আঙ্গুরচাষ করে তিনি জীবনেরস্বপ্নপূরন করতে চানসালাউদ্দিন উজ্জল (৩৫) নওগাঁশহরের কোমাইগাড়ী মহল্লার সৈয়দ আলীর পুত্র। বিশ্ববিদ্যালয়থেকে সর্বচ্চো ডিগ্রী লাভ করারপর চাকরির প্রত্যাশায় ঘুরেঘুরে কুলকিনারা না পেয়ে অবশেষেস্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন জায়গায় কাজ খুঁজেফিরতে থাকেন একপর্যায়ে তিনি কৃষি উৎপাদনেরমধ্য দিয়ে অর্থনৈতিক ভাবেস্বাবলম্বিতা অর্জনের পথ খুঁজে নেন

চট করেই অন্যদের থেকেআলাদা করা যায় খেতটি মাঠজুড়েসারি সারি বেডবাগানের সারি সারি বেডেরওপর শোভা পাচ্ছে লালটসটসে চোখ জুড়ানো স্ট্রবেরি মাঠেরমাঝখানে বসে ফল তুলছেনএক চাষি ফলতোলার আনন্দ তাঁর চোখেমুখে শহরেরজেলখানার পশ্চিম পার্শ্বে এলাকায়এই দৃশ্য চোখে পড়ে স্ট্রবিরিচাষ করে সফলতা অর্জনকরেছেন উজ্জল অথচতিনি আগে কখনো চাষবাসকরেননি ছিলেনশিক্ষিত বেকার যুবকপ্রথমে যখন চাষ শুরুকরেন অনেকে নিরুৎসাহিত করেছেন লোকসানেরভয় দেখিয়েছেন তারপরও দমে যাননিএগিয়েই গেছেন
উজ্জলজানান, একদিন টেলিভিশনে কৃষিবিষয়কঅনুষ্ঠানে স্ট্রবেরি চাষের ওপর অনুষ্ঠানদেখে তিনি উদ্বুদ্ধ হনএবং পরিকল্পনা গ্রহণ করেন

পরিকল্পনামতেতিনি শহরের জেলখানার পশ্চিমপার্শ্বে বিঘা জমিলিজ নেন বার্ষিকপ্রতি বিঘা জমি ১০হাজার টাকা করে মোট৩০ হাজার টাকা প্রদানেচুক্তিবদ্ধ হন সেজমিতে গত বছরধরে স্ট্রবেরি আঙ্গুর চাষশুরু করছেন গতবছরের সফলতা সফলতা প্রাপ্তিরফলে বছরও তিনিওই বিঘা জমিতেস্ট্রবেরি চাষ করেছেনঅক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহেচারা রোপণ করেন ফেব্রুয়ারি থেকে স্ট্রবেরি উঠতেশুরু করে এপ্রিলেরমাঝামাঝি পর্যন্ত উৎপাদন হবেঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলায় তার বাগানথেকে স্ট্রবেরি সরবরাহ করা হচ্ছে

আবারসরাসরি ফসলের ক্ষেত থেকেওপাইকারি কিনা নিয়ে যাচ্ছেনব্যবসায়ী
রা তারএই ক্ষেতের স্ট্রবেরির চাহিদা রয়েছে, একথাজানা উজ্জল তিনিআশা করছেন বছরপ্রতি বিঘা জমি থেকে হাজার ২শ কেজিস্ট্রবেরি উৎপাদন হবেসেই হিসেবে বিঘায়উৎপাদিত হবে হাজার৬শ কেজি বর্তমানবাজার মূল্য অনুযায়ী তিনিপাইকারি বিক্রি করছেন প্রতিকেজি স্ট্রবেরি ২শ টাকা হারে হিসেবে উৎপাদিত স্ট্রবেরির বিক্রি মূল্য ১৯লাখ ২০ হাজার টাকা

জমি লিজ, চারা, সার, ফসফেট, কীটনাশক, লেবার খরচ বাবদবাদ দিয়ে কেবলমাত্র স্ট্রবেরিউৎপাদন করে বছরতার নিট মুনাফার পরিমাণকমপক্ষে ১৬ লাখ টাকা ছাড়াও আঙ্গুরের মৌসুম থেকেও তিনিআয় করবেন উল্লেখযোগ্য পরিমাণঅর্থ স্ট্রবেরিচাষ করে কেবল তিনিনিজেই লাভবান হয়েছেন তাইনয় অন্যদেরওস্ট্রবেরি চাষে প্রত্যক্ষ সহযোগীতাদিয়ে উৎপাদিত করছেন তারপ্রত্যক্ষ সহযোগীতা পরামর্শে গাজীপুর, গাইবান্ধা, খুলনা, নাটোর, বগুড়া নওগাঁ জেলার বিভিন্নএলাকায় প্রায় ২২টি স্ট্রবেরিবাগান তৈরি করে দিয়েছেন উজ্জলজানান, আমার সুদিন শুরুহয়েছে আগামীবছর চাষ আরও বাড়াব

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএমনুরুজ্জামান মন্ডল উজ্জলের স্ট্রবেরিক্ষেত সম্পর্কে অবহিত রয়েছেনতিনি জানান, কয়েক বছরধরে নওগাঁ জেলায় বিভিন্নএলাকায় স্ট্রবেরি চাষ শুরু হয়েছেএবং যারা চাষ করেছেনতারা লাভবান হচ্ছেনবর্তমানে স্ট্রবেরি চাষ খুবই লাভজনকবলেও তিনি জানান
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment